মহিষ নিয়ে যাওয়ার পথে দিল্লির রাজপথে গোরক্ষকদের তাণ্ডব

nonameভারতের বিভিন্ন স্থানে গোরক্ষকদের তাণ্ডব নতুন কিছু নয়। গরু জবাইয়ের সঙ্গে যুক্ত সন্দেহে মুসলিমদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এমনকি গণপিটুনিতে হত্যার ঘটনাও ঘটেছে দেশটিতে। এমনকি গরুর মাংস খাওয়ার অভিযোগে ১৫ বছরের কিশোর জুনায়েদকে চলন্ত ট্রেনেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে এবার খোদ দিল্লিতেই নিজেদের শক্তির জানান দিলো উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা।
শনিবার সকালে ছয়জন ব্যক্তি ট্রাকে করে ৮০টি মহিষ নিয়ে কসাইখানায় যাচ্ছিলেন। তাদের কাছে বৈধ কাগজপত্রও ছিল। পথিমধ্যে দিল্লির হরিদাস নগরে ট্রাক থামিয়ে তাদের ব্যাপক মারধর করে স্থানীয় গোরক্ষকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লোকজন ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার পথে গোরক্ষকদের এমন তাণ্ডবের শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। মারধরের আগে ট্রাক থেকে মহিষগুলো ছেড়ে দেয় গোরক্ষকরা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ভারতের রাজধানী দিল্লিসহ দেশটির অনেক জায়গায় গোহত্যা নিষিদ্ধ। গত এপ্রিলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ঘোষণা দেন, রাজ্যে কেউ গরু হত্যা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের কোথাও কি গো-হত্যা হচ্ছে? গত ১৫ বছরে আমাদের রাজ্যে কি কোনও গো-হত্যা হয়েছে? গরু হত্যাকারীদের ফাঁসি দেওয়া হবে।

গত জুনে গো-রক্ষার নামে মানুষ খুন বন্ধের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ডে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে খুন হন আরেক মুসলিম। সূত্র: দ্য হিন্দু, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/