আল-শাবাবের ১৮ জঙ্গিকে হত্যার দাবি

সোমালিয়ার উত্তরাঞ্চলে এক অভিযানে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ১৮ জনকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে আল-শাবাবের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

al-shaabab-militants

এক বিবৃতিতে সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কর্নেল মোহাম্মদ ইসমাইল জানান, ‘আমরা আল-শাবাবের বিরুদ্ধে চারদিনের অভিযানে তাদের গালগালা ঘাঁটিতে আমরা ১৮ জন জঙ্গিকে হত্যা করেছি।’ এছাড়া তাদের অস্ত্র ও ওষুধ জব্দ করা হয় বলেও জানান তিনি। 

তবে আল শাবাবের মুখপাত্র শেখ আবদিয়াসস আবু মুসা দাবি করেন সোমালি বাহিনী কাউকে হত্যা করতে পারেনি। তিনি বলেন, ‘সোমালি বাহিনী আমাদের উপর হামলা চালায় কিন্তু আমরা তাদের প্রতিহত করেছি। কেউ মারা যায়নি।

২০১১ সালে সোমালিয়া থেকে আল-শাবাবকে মোগাদিসু থেকে বের করে দেয় আফ্রিকান ইউনিয়ন। তবে এখনও তাদের কিছু সদস্য সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট তারা।

/এমএইচ/বিএ/