সংবিধান লঙ্ঘনের অভিযোগে আবারও ট্রাম্পের বিরুদ্ধে মামলা

নিজস্ব টুইটার একাউন্ট থেকে সমালোচনাকারী টুইটার ব্যবহারকারীদের ব্লক করে দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুক্তমতের পক্ষের এক সংগঠন। সঙ্গে যোগ দিয়েছেন আরও সাত টুইটার ব্যবহারকারী। তাদের দাবি, ট্রাম্পের এ আচরণ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন।

ট্রাম্পের টুইটার একাউন্ট
মার্কিন মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছর ধরে ডোনাল্ড ট্রাম্প ৪০০০ মামলার শিকার হয়েছেন। এবার নতুন আরেকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুক্তমতের পক্ষের সংগঠন নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট এবং সাত টুইটার ব্যবহারকারী। ওই টুইটার ব্যবহারকারীদের অভিযোগ, ট্রাম্পের টুইটের জবাবে বিদ্রুপ ও সমালোচনামূলক মন্তব্য করায় প্রেসিডেন্ট তাদের একাউন্ট ব্লক করে দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সমালোচনাকারী টুইটার ব্যবহারকারীদের ব্লক করে ট্রাম্প তাদের অনলাইন কনভারসেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে মুক্ত মতের চর্চা করার যে অধিকার দেওয়া হয়েছে তার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাদের যুক্তি, কোনও টুইটার একাউন্ট থেকে কাউকে ব্লক করা হলে সেই ব্লক হওয়া টুইটার ব্যবহারকারী ব্লককারী ব্যক্তির টুইট দেখতে পান না এবং মন্তব্য করতে পারেন না।

@realdonaldtrump নামে ট্রাম্পের ব্যক্তিগত টুইটার একাউন্টটির অনুসারীর সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। আর প্রেসিডেন্ট হিসেবে তার দাফতরিক একাউন্টটির অনুসারীর সংখ্যা ১ কোটি ৯৩ লাখ।

/এফইউ/বিএ/