X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৪, ১৩:৫১আপডেট : ১৭ মে ২০২৪, ১৪:১৫

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নেতৃত্বাধীন এই পরিষদে বৃহস্পতিবার (১৬ মে) এ বিষয়ক একটি প্রস্তাব পাস হয়েছে। এই বিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠাতে বাধ্য করবে। ভোটের আগে, ইসরায়েলে বোমার চালান বিলম্বিত করার জন্য বাইডেনকে তিরস্কার করেছে হাউজ। কেননা, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার উদ্বেগে রাফাহ শহরে বড় ধরনের হামলা না করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অ্যাক্ট নামক বিলটি ২২৪/১৮৭ ভোটে অনুমোদিত হয়েছে। ভোটের সময় অধিকাংশ রিপাবলিকানদের সঙ্গে হ্যাঁ ভোট দিয়েছেন ১৬ ডেমোক্র্যাট এবং এই প্রস্তাবের বিরোধিতাকারী বেশিরভাগ ডেমোক্র্যাটদের সঙ্গে না ভোট দিয়েছেন তিন রিপাবলিকান।

এই বিলটি আইনে পরিণত হবে এমন কোনও প্রত্যাশা নেই। তবে এটি ইসরায়েলের জন্য মার্কিন নীতির ওপর গুরুত্বারোপ করেছে। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলাকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করতে চান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ জন্য দেশটিতে যথা সময়ে মার্কিন অস্ত্র সরবরাহ করা গুরুত্বপূর্ণ।

ইসরায়েলি তথ্যমতে, ওইদিনের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে হামাস। এসময় আরও ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৫ হাজার ২৭২ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সম্প্রতি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। তিনজন রিপাবলিকান অভিযোগ করেছেন, ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হওয়ায় ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বাইডেন।

বুধবার দলের অন্যান্য নেতাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে রিপাবলিকান হাউজের স্পিকার মাইক জনসন বলেছেন, ‘এটি একটি বিপর্যয়কর সিদ্ধান্ত যেটি বিশ্বব্যাপী প্রভাব ফেলবে। স্পষ্টতই, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমরা সেটিকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না।’

অন্য দলগুলোর বিরুদ্ধে রাজনীতির খেলা খেলার অভিযোগ করেছেন ডেমোক্র্যাটরা। তারা বলছেন, রিপাবলিকানরা ইসরায়েল সম্পর্কে বাইডেনের অবস্থানকে বিকৃত করছে।

ভোটের আগে, একটি সংবাদ সম্মেলনে হাউজের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেন, ‘এটি আইন প্রণয়নের কোনও প্রচেষ্টা নয়। আর এ কারণেই হাউজের ডেমোক্র্যাটিক ককাসের সবচেয়ে ইসরায়েলপন্থি সদস্যদের মধ্যেও কেউ কেউ না ভোট দেবেন।’

কয়েক দশক ধরেই মার্কিন সামরিক সহায়তার একটি প্রধান প্রাপক দেশ ইসরায়েল। বাইডেন প্রশাসনের কারণে দেশটিতে কোটি কোটি ডলারের অস্ত্রের চালান বিলম্বিত হচ্ছে। পর্যালোচনা শেষে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে, সম্প্রতি ইসরায়েলে ২ হাজার পাউন্ড (৯০৭-কেজি) এবং ৫০০ পাউন্ড বোমার একটি চালান বিলম্বিত করেছে যুক্তরাষ্ট্র।

তবে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের জন্য ১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
ভারতীয় কর্মকাণ্ড পরিকল্পিত নাটক: পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানে যেসব স্থানে হামলা চালানোর দাবি করলো ভারত
সর্বশেষ খবর
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
দিল্লিতে সেদিকুল্লাহ, বেঙ্গালুরুতে মায়াঙ্ক
দিল্লিতে সেদিকুল্লাহ, বেঙ্গালুরুতে মায়াঙ্ক
নারী অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে সমন্বিত উদ্যোগ জরুরি
নারী অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে সমন্বিত উদ্যোগ জরুরি
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা