কাতারে পৌঁছালো দেড় শতাধিক জার্মান গরু

সৌদি নেতৃত্বাধীন অবরোধের কবলে থাকা কাতারে দুধের ঘাটতি মেটাতে প্রথম দফায় জার্মানি থেকে ১৬৫টি গরু আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই)  বুদাপেস্ট থেকে কাতার এয়ারওয়েজের কার্গো বিমানে করে হলস্টেইন গরুগুলো নেওয়া হয়। দুধের স্বল্পতা পূরণে জার্মানি, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে প্রায় ৪ হাজার গরু আমদানির পরিকল্পনা রয়েছে কাতারের।

গরু
কাতারি ফার্ম পাওয়ার ইন্টারন্যাশনাল গরুগুলো কিনেছে। পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মৌতাজ আল খায়াত গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, সবগুলো গরু পৌঁছানোর পর দেশের দুধের চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নতুন একটি ডেইরি ব্র্যান্ডের আওতায় দুগ্ধজাত পণ্যগুলো বিক্রি করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশের ২৭ লাখ বাসিন্দার মৌলিক চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করে থাকে কাতার। দোহার সঙ্গে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের সম্পর্ক ছিন্ন করার আগ পর্যন্ত সৌদি আরব সংলগ্ন স্থল সীমান্ত দিয়ে কাতারে অধিকাংশ দুগ্ধজাত দ্রব্য আমদানি করা হতো। তবে গত ৫ জুন থেকে কাতারের ওপর সৌদি জোটের অবরোধ আরোপের পর সংকটে পড়ে কাতার। এরপর প্রায় ৪০০০ গরু আমদানির পরিকল্পনা নেয় এক কাতারি খামার। ৬০টি ফ্লাইটে করে বিভিন্ন ধাপে গরুগুলো সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার আমদানিকৃত গরুগুলোকে নতুন একটি দুগ্ধ খামারে নেওয়া হয়েছে।   

বিবিসি জানায়, কাতার নতুন বাণিজ্যিক রুট ও খাদ্য সরবরাহকারীও খুঁজছে। তুরস্ক থেকে দই এবং মরক্কো ও ইরান থেকে শুষ্ক খাবার আমদানির কথাও ভাবা হচ্ছে।

/এফইউ/বিএ/