মোদির ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে বিপাকে কমেডি গ্রুপ এআইবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নকল ছবি পোস্ট করে তা নিয়ে ব্যঙ্গ করার পর আইনি ব্যবস্থার মুখে পড়েছে দেশটির কমেডি গ্রুপ এআইবি। এরইমধ্যে মুম্বাই পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে গ্রুপটির বিরুদ্ধে মানহানিকর কন্টেন্ট প্রকাশের অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।

মোদির নকল ছবি
বৃহস্পতিবার (১৩ জুলাই) এআইবির গ্রুপে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, নরেন্দ্র মোদির মতো দেখতে একজন ব্যাগ কাঁধে নিয়ে রেলস্টেশনে দাঁড়িয়ে আছেন। তার পরনে গেঞ্জি, চশমা চোখ থেকে একটু ওপরে তোলা। হাতে কিছু একটা পড়ছেন তিনি। ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে: ভ্রমণ ক্ষুধা। ছবিটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে এআইবি।  প্রধানমন্ত্রীকে অপমান এবং জাতীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে গ্রুপটির বিরুদ্ধে। পরে ছবিটি সরিয়ে নেয় এআইবি।

পুলিশ জানায়, ‘যথোপযুক্ত আইনি পরামর্শের’ পর এফআইআর দায়ের করেছে সাইবার সেল।

/এফইউ/