এবার ফরাসি ফার্স্ট লেডিকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য (ভিডিও)

ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আবারও সমালোচনার ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ব্রিজিতের দৈহিক গড়ন নিয়ে তার মন্তব্য আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এসব কথা জানা গেছে।

nonameবৃহস্পতিবার ফ্রান্স সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন ও তার স্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান। সেখানকার সুবিখ্যাত ভবন আইফেল টাওয়ারের হোটেল ‘দে আভেলিদ’ এ দু্’দেশের প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডি দুপুরের খাবার খান। ফরাসী সরকারের ফেসবুক পাতায় ওই সময়ের ভিডিও পোস্ট করা হয়।

প্রচারিত ভিডিওতে সাদা পোষাক পরা ব্রিজিতের দিকে ঘুরে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ইউ’র ইন সাচ গুড শেপ (আপনার দৈহিক গড়ন বেশ ভালো) ।”  তারপর তিনি ম্যাক্রোঁর দিক তাকান এবং ব্রিজিতের দিকে পুনরায় ঘুরে বলেন, “সুন্দর।” সেই ভিডিওটি ফেইসবুক পাতায় পোস্ট করার পর নানা সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে।

জেন সিয়েবেল নিউসম নামে একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য, “জনাব ট্রাম্প- আপনি নারীদেহ নিয়ে কি ভাবেন যে সংক্রান্ত অযাচিত মন্তব্য নারীরা শুনতে চায় না।”অ্যালেক্স ব্রেগ এক টুইটে বলেন,  “মানুষ হয়তো বলবে, ট্রাম্প শুধু তাঁর প্রশংসা করেছেন। তবে নারীর শরীর নিয়ে এমন মন্তব্য—জঘন্য বিষয়।” রেবেকা ক্যারল নামের এক নারী টুইটে বলেন, “ট্রাম্প আসলে জানেনই না নারীর দিকে অন্য কীভাবে দৃষ্টি দেওয়া যায়।”

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য নির্বাচনী প্রচারের সময় থেকেই তীব্র সমালোচনা চলছে ট্রাম্পকে নিয়ে।  ট্রাম্প যেভাবে ব্রিজিতের হাত চেপে ধরেন সেটা নিয়েও নানা তির্যক মন্তব্য এসেছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিতর্কিত ভিডিওটি:
 

/বিএ/