ট্রাম্পকে বিশ্ব নিরাপত্তার হুমকি বললো ইরান

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিশ্ব নিরাপত্তায় হুমকিস্বরুপ বলে অভিযোগ করেছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ট্রাম্প নিজের খেয়ালমতো নীতি প্রণয়নের কারণে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।

download (1)

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরান থেকে নতুন হুমকি তৈরি হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান।

ট্রাম্প দায়িত্বগ্রহণের পর থেকেই ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে। গত মাসে তেহরানে এক হামলায় ১৮ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন মিত্র সৌদি আরবকে দোষারোপ করে ইরান। ট্রাম্পও বরবারই পারমাণবিক ব্যবহার নিয়ে ইরানের সমালোচনা করে আসছে।

সূত্র: রয়টার্স

/এমএইচ