মিসরে বাড়ি উচ্ছেদে গিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ১, আহত ৪৯

মিসরে নীল নদের একটি দ্বীপে পুলিশ ও অবৈধভাবে বসবাসে অভিযুক্তদের মাঝে এক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় ১৯ জন ও ৩০ জনেরও বেশি পুলিশ সদস্য। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_96965641_040636325-1

প্রতিবেদনে বলা হয়, নীল নদের আর ওয়ারাক দ্বীপে অবৈধভাবে বসবাস করে আসছিলো অনেকে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাধার মুখে পড়ে। তাদের থামাতে পুলিশ কাঁদানে গ্যাসে নিক্ষেপ করে।

পুলিশের দাবি টিয়ার গ্যাসের শেলেই প্রাণ হারিয়েছে একজন। তবে এলাকাবাসী জানায়, পুলিশের ‍গুলিতে মারা গেছেন ওই ব্যক্তি। এখন অভিযান বন্ধ রয়েছে।

আল ওয়ারাক দ্বীপে বসবাসকারীরা বেশিরভাগই দরিদ্র। তাদের ধারণা, পুলিশ বাড়ি গুড়িয়ে দিয়ে বিলাসবহুল রিসোর্ট তৈরি করবে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে তারা জানান, পুলিশের এমন অভিযানের বিষয়ে আগে থেকে কোনওরকম নির্দেশনা তাদের দেওয়া হয়নি।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, স্থানীয়রা পুলিশের উপর পাথর নিক্ষেপ করলে ব্যবস্থা নেয় পুলিশ।

/এমএইচ