ইসরায়েলকে ধ্বংস করতে চায় ইসলাম: ম্যাক্রোঁ’কে নেতানইয়াহু

20170716_2_24783729_24191088

ইসরায়েল ও ইউরোপকে ইসলাম ধ্বংস করে ফেলতে চায় বলে দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু। ফ্রান্স সফরে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে এসব কথা বলেন তিনি। প্যারিস সফরে ইসলামের বিরুদ্ধে নিজের বিদ্বেষপূর্ণ কথাবার্তা চালিয়ে যান এই ইহুদী নেতা। এসময় তিনি ইসলামকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রান্সের এলিসি প্যালেসে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই নেতা। এক বিবৃতিতে নেতানইয়াহু বলেন, ‘ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করতে চায় ইসলামি সন্ত্রাস। আমরা ইহুদীদের ধ্বংস করার জন্য তাদের ডাক শুনেছি।’ এজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নিস নিয়ে কথা বলেছিলেন। ইরান ও আইএস যে উগ্রবাদী ইসলাম তৈরি করেছে সেটা ইউরোপকে ধ্বংস করে দেবে। আর এর শুরু হবে ইসরায়েলকে দিয়ে।

নেতানিইয়াহু অভিযোগ করেন, ফিলিস্তিন ইসরায়েলকে সমর্থন না দেওয়ায় এই সংকটের সূত্রপাত। ইসরায়েল ও ফ্রান্সের বন্ধুত্ব বজায় রাখার কারণে ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান নেতানইয়াহু

/এমএইচ