দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্থিতিশীলতার ভরসাস্থল বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা আর সমৃদ্ধির ভরসাস্থল মনে করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ওই অঞ্চলের বাণিজ্যিক প্রক্রিয়ায় সেতু হিসেবে কাজ করে বাংলাদেশ। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র বাংলা ট্রিবিউনকে যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গির কথা বলেন। সে সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি উঠে আসে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, একটি সহিষ্ণু ও গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য অর্জনে ঢাকা-ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করে এবং দেশটি ওই অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির আশ্রয়স্থল।’ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে শুরু করে শান্তিরক্ষা পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে।” ওই মুখপাত্র আরও জানান, “কাউন্টার টেরোরিজম এন্ড কাউন্টারিং ভায়োলেনট এক্সট্রিমিজম এর পক্ষ থেকে যেভাবে বাংলাদেশ সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশ ও দেশের বাইরের সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা।”
/এফইউ/বিএ/