আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

nonameজেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার মাগরিবের নামাজের পর চালানো এ হামলায় একজন জ্যেষ্ঠ আলেমসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের একজনের মাথায় রাবার বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কাছ থেকেই তার ওপর বুলেট নিক্ষেপ করা করা হয়।

হামলায় রাবার বুলেট ব্যবহারের কথা অবশ্য অস্বীকার করেছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্র।

দখলদার বাহিনীর তাণ্ডবের কারণে সম্প্রতি আল আকসা কম্পাউন্ডে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ১৪ জুলাই ২০১৭ শুক্রবার মসজিদটিতে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। এক পর্যায়ে রবিবার কড়া পাহারায় মসজিদ খুলে দেওয়া হয়। বিধিনিষেধের কারণেই অনেকেই ভেতরে প্রবেশ করতে না পেরে মসজিদ ভবনের বাইরে নামাজ আদায় করেন।

noname

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, মঙ্গলবারের হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জোরালো আওয়াজের মধ্যেই মানুষজন দৌড়াচ্ছেন।

মঙ্গলবারের এ তাণ্ডবের জন্য উল্টো ফিলিস্তিনিদেরই দায়ী করেছে ইসরায়েল। বরাবরের মতোই এবারও ইসরায়েলের দাবি, নামাজের পর মুসল্লিরা পাথর ও বোতল ছুঁড়ে মারলে পাল্টা জবাব দেয় ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, নিয়মিত দায়িত্বপালনকারী পুলিশ সদস্যরাই মঙ্গলবার জেরুজালেমের পুরনো শহরে দায়িত্ব পালন করেছেন। সংঘর্ষ চলাকালে তারা স্টান গ্রেনেড ব্যাবহার করেছেন।

/এমপি/