তুরস্ক ও গ্রিক উপকূলে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত শতাধিক

ভূমিকম্পের কারণে তুরস্ক ও গ্রিসের বেশ কিছু পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে
তুরস্ক ও গ্রিসের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে গ্রিক দ্বীপ কোসে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কোসের ১২ কিলোমিটার উত্তর-পূর্বে তুর্কি সীমান্তের কাছে ৬.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের সময় ছাদ ধসে দুইজন নিহত হন। কোসের মেয়র জর্জ কিরিটসিস জানান, ভূমিকম্পে আরও কয়েকজন আহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর তুরস্ক উপকূলে ছোটখাটো সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে।   

/এফইউ/