সন্ত্রাসবাদ মোকাবিলায় কাতারের নতুন আইন

 

Tamim-bin-Hamad-Al-Thani

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করেছেন কাতারের আমির। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সৌদি জোটের অভিযোগের প্রেক্ষিতে এই আইন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ২০০৪ সালের একটি সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করে বলেন, সন্ত্রাস চিহ্নিতকরণ ও এর অর্থায়ন বন্ধ করতেই্ এই আইন।

জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।

এরপর গত সপ্তাহে সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তি করে কাতার। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

/এমএইচ