আল আকসা মসজিদে নতুন ইসরায়েলি নিষেধাজ্ঞা

মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র ধর্মীয় পীঠস্থান আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। দেশটির পুলিশ সূত্রকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, এবার ৫০ বছরের কম বয়সী পুরষদের মসজিদে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।  
আল আকসায় প্রবেশাধিকার নিষিদ্ধ ৫০ বছরের কম বয়সীদের জন্য

সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়া হয়েছিল। এবার তরুণদের জন্য তা আবার নিষিদ্ধ হলো শুক্রবারের জুম্মার নামাজের আগে আগে।

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবরা। শুক্রবার এ নিয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের পুলিশ নতুন নিষেধাজ্ঞার কথা জানায়। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘৫০ কিংবা তার বেশি বয়সের পুরুষরা শুধু ওল্ড সিটি ও টেম্পল মাউন্টে প্রবেশ করতে পারবে। সব বয়সী নারী সেখানে প্রবেশ করতে পারবে।’

গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আল-আকসায় নিরাপত্তা জোরদার করে ইসরায়েল।  এর পর থেকে প্রতিদিনই আল-আকসার আশপাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে।

শুক্রবার সকাল থেকেই জেরুজালেমে আরব অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

/বিএ/