দামেস্কে যুদ্ধবিরতি সিরীয় সেনাবাহিনীর

 

_97043980_gettyimages-817098498

সিরিয়ার দামাস্কাসের ঘুতার পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ান সেনাবাহিনী। আসাদ সরকারের মিত্র রাশিয়া বিদ্রোহীদের সঙ্গে এক সমঝোতায় এসেছে এমন ঘোষণার পর এই সিদ্ধান্ত নেয় দেশটির সেনাবাহিনী।

তবে বিশেষজ্ঞরা জানান, এখনও পরিস্থিতি পরিষ্কার নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঘুতার ওই অঞ্চলটি রাশিয়া, ইরান ও তুরস্কের সমঝোতার চারটি এলাকার একটি।

এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, রবিবার  শনিবার স্থানীয় সময় বিকালে ঘুতার পূর্বাঞ্চলে যুদ্ধ বন্ধ করেছে তারা। তবে যেকোনও সহিংসতা মোকাবেলায় প্রস্তুত তারা।

তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ফায়লাক আল রহমান। তিনি সরকারকে এই সমঝোতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

সূত্র: বিবিসি

/এমএইচ