জেরুজালেমে সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান পোপের

pope-francis-3-touching-apartheid-wall-in-the-west-bank

জেরুজালেমে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের উদ্দেশ্য করে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি জেরুজালেমের ঘটনা উদ্বেগসহকারে পর্যবেক্ষণ করছি। আমরা মনে হয় েএই সংকট সমাধানে সংলাপ খুব জরুরি।’

তিনি আশা করেন, এই সংকট সমাধেনে ও শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষই এগিয়ে আসবে।

শুক্রবার ইসরায়েল দখলকৃত পশ্চিমতীরে তিন ইসরায়েলিকে ছুরিকাঘাতকরে হত্যা করা হয়। এর কয়েকঘণ্টা আগে হত্যা করা হয় তিন ফিলিস্তিনিকে। আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টরসহ নিরাপত্তা ব্যবস্থায় ফুঁসে উঠে ফিলিস্তিনি জনগণ। তাদের দাবি, মসজিদ দখলের পায়তারা হিসেবেই ইসরায়েল এমনটা করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ/