মার্কিন বিমানের কাছ দিয়ে উড়ে গেল চীনা যুদ্ধবিমান

 

পূর্ব চীন সাগরে মার্কিন নৌবাহিনীর দুই সার্ভিলেন্স বিমানের কাছ দিয়ে উড়ে গেল দু্টি চীনা যুদ্ধবিমান। সোমবার মার্কিন কর্মকর্তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানের ৩০০ ফিটের মধ্যে চলে এসেছিলে চীনা যুদ্ধবিমান। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

download (1)

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, চীনা জে-১০ যুদ্ধবিমানটি এতই কাছে চলে এসেছিলো যে মার্কিন বিমান পথ পরিবর্তন করতে বাধ্য হয়। চীনা ওই বিমানটি অস্ত্রসম্বলিত ছিলো বলেও দাবি করেন তিনি।

পেন্টাগন জানায়, বিমানগুলোর এমন মুখোমুখি অবস্থান বিপজ্জনক। তবে বেশিরভাগ সময়ই তারা এটি কাটিয়ে উঠেন।

রবিবারের এই ঘটনা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মে মাসেই দুটি চীনা যুদ্ধবিমান মার্কিন বিমানের কাছ গদিয়ে উড়ে গিয়েছিলো। চীন তাদের সীমান্তে মার্কিন সামরিক কার্যক্রম খুব গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে।

/এমএইচ