ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

 

ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মোকাবেলায় ‍যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা পাঠাতে পারে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি কার্ট ভোলকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনের সরকারি বাহিনীকে অস্ত্র সহায়তা করলে রুশ তাদের পরিকল্পনা পাল্টাতে পারে।

_97066857_aabe1ece-e9c6-4ac3-b993-eecda15218c4

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর  উভয়পক্ষকে সংঘাত এড়িয়ে অস্ত্রবিরতির আহ্বান নিয়েছিলো।

ভোলকার বলেন, ‘ইউক্রেনকে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দেওয়াটা অবশ্যই ভালো হবে। এতে করে রাশিয়া ইউক্রেনকে হুমকি দিতে পারবে না।’

তবে এখনও ব্যাপারটা নিশ্চিত নয় উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে নতুন সংলাপ প্রয়োজন।

ইউক্রেন সমস্যাটি এখন আর আঞ্চলিক সমস্যা নয়। একে কেন্দ্র করে পরমাণু যুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এখানে সরাসরি রাশিয়া যুদ্ধ করছে না। তবে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধ করছে।  

/এমএইচ/