বিদায় লগ্নে মোদিকে গণতন্ত্রের বার্তা দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী



ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ ধরে ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে শাসকদের ভুল স্বীকারের পরামর্শ দিলেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। প্রধানমন্ত্রী থাকাকালে ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থা প্রসঙ্গে সাবেক সেই ভারতীয় প্রধানমন্ত্রীর স্বীকারোক্তির প্রসঙ্গ তুলে প্রণব বলেন, অজুহাত দেওয়ার চেয়ে ভুল স্বীকার করে তা শুধরে নেওয়া ভালো। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রণবের এই বক্তব্যকে নরেন্দ্র মোদিকে দেওয়া গণতন্ত্রের বার্তা বলে উল্লেখ করেছে।

PM_Modi_Greets_Pranab_Mukherjee_PTI_650x488
ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে সাংসদদের তরফে বিদায় সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি প্রণব। ভাষণে বিভিন্ন সামাজিক আইন রূপায়ণের জন্য সোনিয়া গান্ধীর প্রশংসা করেন। তার ভাষণে বাজপেয়ী, আদভানি, বাম নেতাদের প্রসঙ্গও উঠে আসে। প্রণবের মত, অন্য বিষয় তো নয়ই, নিতান্তই বাধ্য না হলে আর্থিক বিষয়েও অধ্যাদেশ আনা উচিত নয়। আইন তৈরির জন্য যেভাবে সময় কমছে, তাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন তিনি। আলোচনা ছাড়াই আইন প্রণয়নের কারণে মানুষের বিশ্বাসভঙ্গ করা হচ্ছে বলেও মনে করেন তিনি।
ভাষণে ‘মেন্টর’ ইন্দিরার স্মৃতিচারণ করেন প্রণব। তার শাসনকালে ভারতে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি ছিল। সময়টি ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। সে সময় শত শত বিরোধী নেতা-কর্মীকে কারাবন্দী করা হয়। কঠোর নিয়ন্ত্রণ আরোপিত হয় সংবাদমাধ্যম ওপর। প্রণব সেই সময়ের স্মৃতিচারণ করেন। বলেন, “জরুরি অবস্থার জেরে কংগ্রেসের হারের পরে লন্ডনে সাংবাদিকেরা ইন্দিরাকে জিজ্ঞাসা করেন, ‘জরুরি অবস্থা থেকে লাভ কী হল?’ ইন্দিরার জবাব ছিল, ‘এই ২১ মাসে ভারতের সব অংশের মানুষের থেকে বিচ্ছিন্ন হতে পেরেছি।’ জবাব শুনে প্রথমে নীরবতা, তার পর অট্টহাসিতে ফেটে পড়েন সকলে। কেউ আর কোনো প্রশ্ন করেননি।”
এই দৃষ্টান্ত দিয়েই প্রণব এ দিন বলেন, ‘তখনই আমি শিখেছিলাম, নিজের ভুল স্বীকার করে তা শুধরে নিতে। অজুহাত দেওয়ার থেকে নিজেকে শুধরে নেওয়া সব সময় ভাল।’ এ দিন গণতন্ত্র প্রসঙ্গে জওহরলাল নেহরুর একটি মন্তব্যকেও উদ্ধৃত করেন প্রণব। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেরন্দ্র মোদির উদ্দেশেই কথাগুলো বলেছেন বিদায়ী রাষ্ট্রপতি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার ‘ড্রামাটিক ডেকেড: দ্য ইন্দিরা গান্ধী ইয়ারস’ নামের বইতে দাবি করেছেন, ভারতীয় সংবিধানে থাকা জরুরি অবস্থার বিধান সম্পর্কে জানতেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তখনকার জ্যেষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরামর্শেই জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।
/বিএ/