নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত

আল আকসা সংকট 'চরমসীমায়', ইসরায়েলি আগ্রাসনের অবসান কামনা

আল-আকসা মসজিদ নিয়ে এখন সংকট চরমসীমায় পৌছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ইসরায়েলের ধ্বংসাত্মক নীতি ও আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর থেকে এসব কথা জানা গেছে।

 

6fe772bbc1c64fb28e13cde23a8cc006_18

চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত।

রিয়াদ মনসুর বলেন, ‘আল-আকসায় এখন পরিস্থিতি উত্তপ্ত। আমাদের এই পরিস্থিতি সামলানো উচিত। নাহলে সহিংসতা আরও বাড়বে এবং পরিণতি খুব খারাপ হবে।’ তিনি বলেন, 'ইসরায়েলের কারণে আল-আকসায় এখন উত্তেজনা চরমে বিরাজ করছে। তারা মুসলিমদের কাছ থেকে এই মসজিদের দখল নিতে চায়।'

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/