লন্ডনের ব্রিকলেন মসজিদে হামলার হুমকি

 

ব্রিকলেন মসজিদলন্ডনের বিভিন্ন মসজিদে চিঠি দিয়ে হামলার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। সম্প্রতি ব্রিকলেন মসজিদে হামলার হুমকি দেওয়ায় বাঙালিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এছাড়াও সম্প্রতি ব্রিকলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদককে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এসব হুমকির প্রেক্ষিতে গত ২৬ জুলাই বুধবার দুপুরে টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নারের সঙ্গে মতবিনিময় করেন ব্রিকলেইন জামে মসজিদ কমিটির নেতারা। সভায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা ও সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

সভায় টাওয়ার হ্যামলেটস পুলিশের সুপারিনটেনডেন্ট পিটার টার্নার বলেন, ‘হুমকির প্রেক্ষিতে মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। তাই মুসল্লিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছি।’

এছাড়াও সভায় এসিড আক্রমণ, নাইফ ক্রাইম, ড্রাগ নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা চাওয়া হলে পুলিশ কর্মকর্তা পিটার বলেন, ‘গত কয়েকদিন ধরে ব্রিটেনে অপরাধ বৃদ্ধি পেলেও টাওয়ার হ্যামলেটসে হেইট ক্রাইমের মতো ঘটনা ঘটেনি। সম্প্রতি সময়ে যে এসিড আক্রমণ হয়েছে এসবের কোনটিতেই হেইট ক্রাইমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সবগুলো গ্যাং সংশ্লিষ্ট কিংবা পরস্পর বিরোধীতার কারণে হয়েছে।’

/এসএনএইচ/