নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ সতর্কবার্তা: উ. কোরিয়া




শুক্রবারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করেছে উ. কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। তারা বলছে, এটি যুক্তরাষ্ট্রের সব স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন উ. কোরীয় নেতা কিম জন উন। ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন তিনি।

কিম উন জন


চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে নতুন আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জ্যাঙাং প্রদেশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। চলতি মাসে এটা উত্তর কোরিয়ার দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা।
জুলাই মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো আইসিবিএমের পরীক্ষা চালানোর তিন সপ্তাহ পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হলো। দেশটির পক্ষ থেকে এই পরীক্ষার ব্যাপারটি নিশ্চিত করে বলা হয়েছে, ৪৭ মিনিটে এটি ৩৭২৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়।

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উ. কোরিয়ার
এ নিয়ে চলতি বছর উত্তর কোরিয়া ১৭টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। আগের ক্ষেপণাস্ত্রগুলো সকালবেলা নিক্ষেপ করা হলেও এবারের আইসিবিএমের পরীক্ষা চালানো হয় শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪১ মিনিটে। এর আগে কখনোই এই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি উত্তর কোরিয়া।
কোরিয়ান সেন্ট্রাল এজেন্সিকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘উ. কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গর্ব প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমস্ত মূল ভূখণ্ডে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম’।
/বিএ/