সৌদি আরবে বেকারের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

noname২০১৭ সালের মার্চ পর্যন্ত সৌদি আরবে বেকারের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে ১৫ বছর এবং এর অধিক বয়সী নয় লাখ ছয় হাজার ৫৫২ জন নাগরিক চাকরি খুঁজছেন। অর্থাৎ দেশটির মোট শ্রমশক্তির প্রায় ১২ দশমিক সাত শতাংশই মানুষই বেকারত্বে ভুগছেন। সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফলাফলে উঠে এসেছে এমন তথ্য।

জরিপের ফলাফল অনুযায়ী, এই মুহূর্তে চাকরি খুঁজছেন এমন সৌদিদের মধ্যে পুরুষের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ১৭ জন। আর চাকরির সন্ধানে থাকা নারীদের সংখ্যা ছয় লাখ ৮৭ হাজার ৫৩৫ জন।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, চাকরির সন্ধানে থাকা দেশটির নাগরিকদের ৫০ দশমিক ৩ শতাংশেরই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে।

বেকার সৌদিদের মধ্যে ৩১ দশমিক ৬ শতাংশ তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারান। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এমপি/