ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে সিটি মেয়র নিহত

 


ফিলিপাইনে চলমান মাদকবিরোধী বিতর্কিত অভিযানে দেশটির ওজামিজ সিটির মেয়র রেনাল্ডো পারোজিংগো স্ত্রীসহ নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে মেয়রের মেয়েকে। তিনি ওই শহরের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রদ্রিগো দুয়ার্তে

প্রতিবেদনে বলা হয়, পারোজিংগো সবশেষ শীর্ষস্থানীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদক বিরোধী অভিযানের শিকার হলেন। মেয়র, তার মেয়ে এবং সিটি করপোরেশনের আরও চারজন কর্মকর্তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল।

সোমবার গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও মেয়র এবং তার স্ত্রীসহ অন্তত ১০কে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, তারা মেয়রকে গ্রেফতার করতে গেলে তাদের উপর গুলি চালানো হয়। সেসময় পাল্টা গুলি চালায় তারা। সেসময়ই মেয়র ও তার স্ত্রী নিহত হন।

প্রদেশের পুলিশ প্রধান জেসেন দ্য গুজম্যান বলেন, মেয়রের বাড়ি থেকে রোইফেল, টাকা ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।

মাদক কারবারে জড়িত ১শ' ৬০ শীর্ষস্থানীর ব্যক্তির তালিকা প্রকাশ করেন দুয়ার্তে। সেখানে এ মেয়রের নামও ছিল। ২০১৬ সালে এমন পুলিশি অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

/এমএইচ/