কাতারকে ৫০০ কোটি ইউরো'র যুদ্ধজাহাজ দেবে ইতালি

সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হয়েছে কাতার। ওই অবরোধের পরপরই কাতারের কাছে ১২০০ কোটি ডলারের ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করে যুক্তরাষ্ট্র। এবার ইতালি থেকে ৫০০ কোটি ইউরো মূল্যের যুদ্ধজাহাজ সংগ্রহ করছে দোহা। বুধবার সফররত ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঙ্গেলিনো আলফানোর সঙ্গে এক যৌথ সংবাদ-সম্মেলনে এ ঘোষণা দেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুররাহমান আসসানি জানিয়েছেন, তার দেশ ইতালির কাছ থেকে ৫০০ কোটি ইউরো মূল্যের সাতটি যুদ্ধজাহাজ কিনবে। এ ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অস্ত্র চুক্তি কাতারকে সামরিক খাতে অত্যাধুনিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে। সূত্র: আল জাজিরা।

/এমপি/