পুড়ে গেছে টর্চ টাওয়ারের ৪০টি ফ্লোর

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ৭৯ তলা টর্চ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের ৪০টি ফ্লোর আংশিক পুড়ে গেছে। ৪ আগস্ট শুক্রবার এক হাজার ১০৬ ফুট উচ্চতার টাওয়ারটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপন কর্মীরা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টুইটারে দেওয়া এক পোস্টে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

আকাশচুম্বী টর্চ টাওয়ারে এ নিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভবনটিতে আগুন লাগে।

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ভবনটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে।

২০১১ সালে চালু হওয়ার সময় টর্চ টাওয়ার ছিল বিশ্বের সর্বোচ্চ আবাসিক ভবন। পরে আরও ছয়টি ভবন উচ্চতায় টর্চ টাওয়ারকে ছাড়িয়ে যায়। পুরো ভবনে মোট ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের ন্যূনতম দাম পাঁচ লাখ ডলার। সূত্র: বিবিসি।

/এমপি/