সৌদি চাপ উপেক্ষা করে কাতার-তুরস্ক নৌ মহড়া

সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় কয়েকটি দেশের চাপ উপেক্ষা করে তুরস্কের সাথে দুই দিনের নৌমহড়া শুরু করছে কাতারের সেনাবাহিনী। পাকিস্তানের দ্য নেশন পত্রিকা জানিয়েছে, ইতিমধ্যে ২১৪ সেনাসহ কাতারের হামাদ বন্দরে তুর্কি ফ্রিগেট টিসিজি গোকোভা নোঙর করেছে। রবিবার থেকে মহড়াটি শুরু হচ্ছে বলে জানিয়েছে লাহোরভিত্তিক ওই পত্রিকা।
কাতার-তুরস্ক মহড়া

দ্য নেশন পত্রিকার খবর অনুযায়ী, ফ্রিগেট পরিদর্শন করেছেন কাতারি এমিরি নৌ কমান্ডার রিয়ার এডমিরাল মোহামেদ নাসের আল-মোহান্নাদি। মহড়ার সমন্বয় কার্যক্রম নিয়ে সেখানে আলোচনাও হয়েছে।

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তারা অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে কাতারকে ১৩ দফা দাবি দিয়েছে। যার মধ্যে অন্যতম একটি দাবি কাতারে তুর্কি সেনা ঘাঁটি বন্ধ করে দেয়া।

গত ২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কাতারে স্থাপিত সেনা ঘাঁটিতে আরও সেনা মোতায়েনের বিষয়টি গত ৭ জুন অনুমোদন করে তুর্কি পার্লামেন্ট। গত ১ আগস্ট থেকে আড়াই শতাধিক সেনা এবং ৩০টি সাঁজোয়া যান নিয়ে কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে তুরস্ক। সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে থানি বলেন, যে কোনো ধরনের আলোচনা কাতারের সার্বভৌমত্বের জন্য সম্মানের। তবে শর্ত পূরণের পূর্বনির্ধারিত বাস্তবতায় আলোচনায় বসতে চায় না দোহা।

সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, কুয়েত, তুরস্ক, ফ্রান্স ও জার্মানি চেষ্টা চালিয়েছে। তবে উভয় পক্ষের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কেউ সংকট সমাধান করতে

/বিএ/