নাসায় চাকরির আবেদন ৯ বছরের বালকের

letter-to-nasaভিনগ্রহী প্রাণী এলিয়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে দক্ষ ও মেধাবী কর্মী খুঁজছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। বেতন ১ লাখ ৮৭ হাজার ডলার। এই চাকরির জন্য ইতিমধ্যে আবেদনকারীদের লম্বা লাইনও পড়েছে। তবে সবাইকে চমকে দিয়েছে জ্যাক ড্যাভিস নামের ৯ বছরের এক বালকের আবেদনপত্র।

জ্যাক ড্যাভিস-এর মতে, এই পদের জন্য সে যথেষ্ট উপযুক্ত। নাসার উদ্দেশ্যে সে লিখেছে, ‘প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস। আমি প্ল্যানেটারি প্রটেকশন অফিসার পদে আবেদন করতে আগ্রহী। আমার বয়স মাত্র ৯ বছর। তবে আমি এই কাজের জন্য নিজেকে উপযুক্ত মনে করি। এর অন্যতম কারণ আমার বোন। কেননা সে মনে করে আমি নিজেই একটা এলিয়েন। তার ধারণা, এলিয়েন বিষয়ক সব মুভি দেখে দেখে আমি যেন পুরো মহাকাশ চষে বেড়িয়েছি।

চিঠির শেষে তার স্বাক্ষরটি ছিল এমন, ‘জ্যাক ডেভিস, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জ্যাক ড্যাভিসের পাঠানো চিঠিটি। ওই চিঠির উত্তরও দিয়েছে নাসা। ফিরতি চিঠিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্ল্যানেটারি সায়েন্স ডিরেক্টর জিম গ্রিন লিখেছেন, “আমি শুনেছি তুমি ‘নক্ষত্ররাজির অভিভাবক’। তুমি নাসার প্ল্যানেটারি প্রটেকশন অফিসার হতে আগ্রহী। এটা সত্যিই চমৎকার। আমরা নাসার জন্য সবসময়ই ভবিষ্যতের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের খোঁজ করি। সুতরাং আশা করি, তুমি ভালোভাবে পড়াশুনা করবে এবং স্কুলে ভালো করবে। আশা করি একদিন আমরা তোমাকে এখানে নাসায় দেখতে পাবো।” সূত্র: এনডিটিভি।

/এমপি/