অস্ট্রেলিয়ার মানুস দ্বীপে শরণার্থীর লাশ উদ্ধার

পাপুয়া নিউ গিনির উত্তরের প্রদেশের মানুস দ্বীপে এক আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার পূর্ব লরেংগুর শরণার্থী ট্রানজিট কেন্দ্রের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানেই তাকে আটকে রাখা হয়েছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

2281

প্রতিবেদনে বলা হয়,আশ্রয়কেন্দ্রের পাশেই এক জঙ্গলে উদ্ধারকৃত মরদেহের বেশকিছু আঘাতের চিহ্ন ছিলো। মানুস প্রদেশের পুশি প্রধান ইন্সপেক্টর ডেভিড ই্য়াপু তার মৃত্যু নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্ত করাহবে বলে জানান তিনি।  

এখনও তার মৃত্যুর কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে অন্য শরণার্থীর সঙ্গে বিবাদের কারণে এমনটা হয়ে থাকতে পারে। গার্ডিয়ান অস্ট্রেলিয়া জানায়, নিহত ওই ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার নাম জানানো হয়নি।

২০১২ থেকে ২০১৬ পর্যন্ত মানুস দ্বীপে আটক থাকা ১৯ শত অভিবাসী দাবি করেছেন তারা এই সময়ে অনেক বঞ্চনার শিকার হয়েছেন। সাধারণত অভিবাসন প্রত্যাশী, শরণার্থী ও পাচার হয়ে আসা মানুষদের নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে স্থানান্তরিত করে থাকে অস্ট্রেলিয়া।

/এমএইচ