যুক্তরাষ্ট্রে ড্রোন ধ্বংস করতে পারবে মার্কিন সেনাবাহিনী

 

নিরাপত্তা হুমকি মনে হলে যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ড্রোন ধ্বংস করতে পারবে দেশটির ভেতরে অবস্থিত ১৩০টিরও বেশি সেনাঘাটি। সোমবার পেন্টাগন থেকে এক ঘোষণায় তাদের এই অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

download (1)

প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের আকাশে অনেক ড্রোন উড়ছে। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কারণে এগুলো উড়লেও নিরাপত্তার হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র। কারণ এগুলো সহজেই কোন সামরিক ঘাটি, বিমানবন্দর কিংবা স্টেডিয়ামে পৌঁছে যেতে পারে।

পেন্টাগনের মুখপাত্র নেভি ক্যাপটেন জেফ ডেভিস বলেন, ‘আমরা এত বেশি সংখ্যক ড্রোনের কারণে উদ্বিগ্ন। নিরাপত্তার হুমকি মনে হলে এই ড্রোনগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুমিত দিয়েছি।’

গত এপ্রিলেই ১৩৩টি সেনাঘাটির উপর ড্রোন চলাচল নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ২০১৬ সালে প্রায় ৪২ হাজার ড্রোন উড়ে আকাশে। আর ২০২১ সালের মধ্যে এই সংখ্যা চার লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা তাদের।

/এমএইচ/