ইরানে আইএস সন্দেহে আটক ২৭

 

ইরানে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ জনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। কর্মকর্তারা জানান, ‘আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ২৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। তারা কেন্দ্রীয় প্রদেশ ও ধর্মীয় শহরগুলো হামলা চালানোর পরিকল্পনা করছিলো।

ইরান

গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জনকে দেশের বাইরে থেকে গ্রেফতার করা হয়। তবে কোন দেশ থেকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তারা। ইরানে আটককৃত ১৭জনের মধ্যে পাঁচজনের সরাসরি হামলার পরিকল্পনা ছিলো। বাকি ১২জন ছিলো সমর্থক। গ্রেফতার অভিযানে অনেক অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।

চলতি বছরই ৭ জুন আইএসের হামলার শিকার হয় ইরান। এরপর থেকেই দেশজুড়ে গ্রেফতার অভিযান চালিয়ে আসছে তারা। ১৯ জুন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আইএসের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলাও চালায় তারা। আইএসের পক্ষ থেকেও ইরানের শিয়া সম্প্রদায়ের উপর হামলার হুমকি দেওয়া হয়েছে।

/এমএইচ/