অনাস্থা ভোটে জয় পেলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

nonameবিরোধীদের আনা অনাস্থা ভোটে জয়লাভ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর আগে সাত দফায় বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে। শেষ পর্যন্ত প্রতিবারই জয় পেয়েছেন জ্যাকব জুমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার পার্লামেন্টের এ সংক্রান্ত ভোটাভুটিতে জুমার পক্ষে রায় দেন দেশটির এমপিরা।

দক্ষিণ আফ্রিকার ৪০০ আসনের পার্লামেন্টে সরকারদলীয় এমপি রয়েছেন ২৪৯ জন। ফলে ওই অনাস্থা প্রস্তাব পাস করতে সরকারদলীয় অন্তত ৫০ জন এমপি’র ভোট দরকার ছিল বিরোধীদের। তবে শেষ পর্যন্ত তা অর্জনে ব্যর্থ হয়েছে বিরোধীরা। মঙ্গলবারের ভোটাভুটিতে জ্যাকব জুমার রায় দিয়েছেন ১৯৮ জন এমপি। তার বিরুদ্ধে ভোট দিয়েছেন ১৭৭ জন।

এমপিদের ভোটাভুটির আগে জুমার পদত্যাগের দাবিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জোহানেসবার্গ, প্রিটোরিয়া ও কেপ টাউনে অনুষ্ঠিত বিক্ষোভে জুমার পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিকে মঙ্গলবারের অনাস্থা ভোটে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে বিজয় মিছিলে অংশ নেয় জ্যাকব জুমা’র সমর্থকরা। এ সময় তারা অনাস্থা ভোটের ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/