চীনে শক্তিশালী ভূমিকম্প, শতাধিক নিহতের আশঙ্কা

 চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

600

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা ২০ চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান ও গাঙ্গচুর সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প আঘাত আনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭।   

সিচুয়ানে প্রায়ই এমন ভূমিকম্প হয়ে থাকে। ২০০৮ সাল থেকে সেখানে ভূমিকম্পে ৭০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  এক স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, ২০০৮ সাল থেকেও এই ভূমিকম্প শক্তিশালী ছিলো।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, নিহতের মধ্যে বেশ কয়েকজন পর্যটক ছিলো। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারেরও বেশি বাড়ি। উদ্ধার কাজে অংশ নিতে জরুরি ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

/এমএইচ/