আল-জাজিরা বন্ধে ইসরায়েলের ঘোষণায় অ্যামনেস্টির উদ্বেগ

 

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার রাতে এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডে এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর বড় এক আঘাত।

8201782247179007967700

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক মাগদালেনা মুগরাবি বলেন, ইসরায়েল আদতে সৌদি জোটের সঙ্গেই যোগ দিচ্ছে। তারা এমন পদক্ষেপ না নেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানান।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আল জাজিরা'র সাংবাদিকদের ক্রেডেনশিয়াল বাতিল করা হবে এবং চ্যানেলটির জেরুজালেম অফিস বন্ধ করে দেওয়া হবে।

তবে মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ ও মুখবন্ধ করার যেকোনও পদক্ষেপ থেকে ইসরায়েলকে সরে আসার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ও ইসরায়েলের এসোসিয়েশন ফর সিভিল রাইটসও একইরকম কথা বলে। সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক সমন্বয়ন শেরিফ মানসুর বলেন, ‘আল-জাজিরার কণ্ঠরোধ এই অঞ্চলে শান্তি আনবে না। বরং ইসরায়েলকে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিরোধী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবে।

/এমএইচ