লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী অপহৃত

 

লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলি জাইদানকে বন্দুকধারীরা তুলে নিয়ে গেছে। রবিবার রাজধানী ত্রিপোলি থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ali-zeidan

এখন পর্যন্ত এই ঘটনার দায়ভার স্বীকার করেনি কেউই। তবে জাইদানের অপহরণের ঘটনা এই প্রথম নয়। ২০১৩ সালে প্রধানমন্ত্রী থাকার সময়ই তাকে অপহরণ করেছিলো লিবিয়া রেভুলেশনারি অপরাশেন্স রুম। তবে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

২০১১ সালে মুয়াম্বার গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় মানুষ দ্রুত পরিবর্তনের যে আশা করেছিল, বাস্তবিক অর্থে তেমন পরিবর্তনের ছোঁয়া সেখানে আসেনি। বরং রাজনৈতিক বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে সেখানে।

/এমএইচ