প্রশান্ত মহাসাগরে বিপন্ন প্রজাতির হাঙরসহ চীনা নৌকা আটক

প্রশান্ত মহাসাগর থেকে বিপন্ন প্রজাতির হাঙরসহ একটি চীনা মাছ ধরার নৌকা ও নাবিকদের আটক করেছে ইকুয়েডর। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ইকুয়েডরের মালিকানাধীন গ্যালাপাগোস দ্বীপসংলগ্ন সংরক্ষিত এলাকা থেকে তাদের আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই নৌকার নাবিকেরা বিপন্ন প্রজাতির হাঙর শিকারে জড়িত বলে সন্দেহ করছে ইকুয়েডর কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণের ভিত্তিতে বিচারে দোষী সাব্যস্ত হলে ওই নাবিকদের সর্বোচ্চ ৩ বছর করে কারাদণ্ড হতে পারে।

নৌকা থেকে জব্দকৃত ছবি প্রকাশ করেছে ইকুয়েডর কর্তৃপক্ষ
সংবাদমাধ্যমটি জানায়, রবিবার (১৪ আগস্ট) গালাপাগোস দ্বীপ এলাকা থেকে ৩০০ টন মাছসহ দ্য ফু ইউয়ান ইয়ু লেং ৯৯৯ নামের মাছ ধরার নৌকাটি আটক করা হয়। ওই নৌকায় ২০ জনের মতো নাবিক ছিলেন। নৌকা থেকে যেসব মৎস সম্পদ জব্দ করা হয়েছে তার বেশিরভাগই হাঙর। এর মধ্যে বিপন্ন ও সুরক্ষিত প্রজাতির হ্যামারহেডসও রয়েছে।

ইকুয়েডরের পরিবেশমন্ত্রী তারসিসিও গ্রানিজো মঙ্গলবার (১৬ আগস্ট) জানান, স্যান ক্রিস্টোবালের এক বিচারক আটককৃত নাবিকদের নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তারসিসিও বলেন, ‘এটা এমন নয় যে জব্দকৃত মাছের সবগুলোই সংরক্ষিত সমুদ্র এলাকা থেকে শিকার করা হয়েছে। আসল কথা হলো, এগুলোর মধ্যে অল্প বয়সী হাঙর এমনকি বাচ্চা হাঙরও রয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে সংরক্ষিত এলাকা থেকে এগুলো ধরা হয়েছে।’

গালাপাগোস দ্বীপটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান। জীববৈচিত্র্যের বিপুল সমাহার হওয়ার কারণে এলাকাটিকে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

/এফইউ/বিএ/