X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

মেক্সিকোতে নির্বাচনি প্রচারণা মঞ্চ ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ১৪:১৯আপডেট : ২৩ মে ২০২৪, ১৪:১৯

মেক্সিকো একটি নির্বাচনি প্রচারণা মঞ্চ ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। স্থানীয় সময় বুধবার (২২ মে) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়ছে, প্রবল বাতাসের কারণে মঞ্চের অবকাঠামো ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে করে রাজনীতিবিদ এবং অংশগ্রহণকারীরা হতাহত হন।

উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনি সমাবেশে এই ঘটনা ঘটেছে। সামজিক যোগাযোগমাধ্যমে রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে।

গার্সিয়া জানান, আহতদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেক্সিকোর সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউটের পরিচালক।

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হোর্হে আলভারেজ মেনেজ বলেছেন, শিল্পকেন্দ্র মন্টেরির কাছে সান পেড্রো গারজা গার্সিয়া শহরে রাজনৈতিক সমাবেশ চলাকালীন দমকা হাওয়ায় মঞ্চটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার একটি ভিডিওতে কাঠামোটিকে হঠাৎ ভিড়ের ওপর ধসে পড়তে দেখা গেছে। এসময় রাজনীতিবিদরা মঞ্চের দিকে এবং আতঙ্কিত জনতাকে দৌড়া পালান।

ঘটনার আকস্মিকাতয় হতভম্ব হয়ে পড়েছিলেন আলভারেজ মেনেজ। মঞ্চটি ধসে পড়ার আগে বাতাসের গতির কথা উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন,‘আমি কখনোই এমন আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হইনি।’

স্থানীয় হাসপাতাল থেকে ছাড়া পেয়েই দুর্ঘটনাস্থলে ফিরে এসেছিলেন আলভারেজ মেনেজ। প্রচারাভিযান কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বলে আশা করছেন তিনি।

পার্টি জানিয়েছে, লভারেজ মেনেজের প্রচারণার সমন্বয়কারী লরা ব্যালেস্টেরোসকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি পায়ে আঘাত পেয়েছেন। সান পেদ্রো গারজা গার্সিয়ার মেয়র প্রার্থী লরেনিয়া কানাভাতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে সহযোহিতা করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

/এএকে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮
পশু কোরবানির মাধ্যমে এশিয়ায় ঈদুল আজহা উদযাপন
খবরের প্রতি আগ্রহ কমছে মানুষের
সর্বশেষ খবর
ফিলিস্তিনসহ দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
ফিলিস্তিনসহ দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন দলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন দলের নেতাকর্মীরা
পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮
পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮
সিলেট শহরে ঘরে ঘরে পানি, পশু কোরবানি নিয়ে বিপাকে
সিলেট শহরে ঘরে ঘরে পানি, পশু কোরবানি নিয়ে বিপাকে
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ