বামপন্থীরা নব্য নাৎসিবাদীদের চেয়েও ভয়ঙ্কর: নেতানিয়াহু’র পুত্র

ইয়ার নেতানিয়াহুযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় বামপন্থীদের সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পুত্র ইয়ার নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বামপন্থী গ্রুপগুলো নব্য নাৎসিবাদীদের চেয়েও ভয়ঙ্কর।

শনিবার উগ্রপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকা 'ইউনিয়ন দ্য রাইট' নামের সমাবেশকে ঘিরে ওই সহিংসতায় ৩২ বছরের এক নারী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ওই সহিংসতার জন্য শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের দায়ী করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজনীতিক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ সহিংসতার দায় কারও একার নয়। সেখানে সবাই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ছিলেন না। অপরপক্ষে থাকা বামপন্থীরাও সহিংস আচরণ করেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইয়ার নেতানিয়াহু বলেন, ‘আমি একজন ইহুদি, একজন ইসরায়েলি। ভার্জিনিয়ার নোংরা নব্য নাৎসিবাদীরা আমাকে এবং আমার দেশকে ঘৃণা করে। এখনও পর্যন্ত তারা নিজেদের অতীতকে ধারণ করে। এই গোষ্ঠীর মৃত্যু হচ্ছে। অন্যদিকে, আনতিফা বান্ডিটস এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আমার দেশকে ঘৃণা করে। তারা আমেরিকাকেও ঘৃণা করে। আমার মনে হয়, তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি জনসাধারণের মধ্যেও তাদের উত্থান ঘটছে।’

এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে তিনি লিখেছেন, বামপন্থী ইহুদিরা আমাদের দেশকে ধ্বংসের তৎপরতায় লিপ্ত। তারা ইসরায়েল ধ্বংসের তহবিল থেকে অর্থ পাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’ও ভার্জিনিয়ার ওই সমাবেশস্থলে ইহুদিবাদবিদ্বেষী প্রচারণার নিন্দা জানিয়েছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/এমপি/