ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বার্সেলোনার সন্দেহভাজন হামলাকারী

দ্রিস ওবাকিরস্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী দ্রিস ওবাকির ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে। তার ফেসবুক পেজ থেকে এমনই ধারণা পেয়েছে দেশটির পুলিশ। এদিকে,ওই হামলার পরপরই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়।

স্প্যানিশ পত্রিকা এবিসির বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, দ্রিস ওবাকিরের নামে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে সে জঙ্গিবাদে জড়িয়েছে, এমন তথ্য পুলিশের কাছে ছিল না। আরেক দৈনিক এল পেইস জানিয়েছে, কাতালোনিয়ার একটি কারাগারে কিছুদিন বন্দিও ছিল ওবাকির। সেখান থেকে ২০১২ সালে ছাড়া পায় সে।

20170817_8552860920170817191831মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করত। স্পেনের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওবাকির ভাড়া নিয়েছিল। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

দ্রিস ওবাকিরের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে এক সময় মার্সেই শহরে বাস করত। পরে কাতালোনিয়ার রিপোলে চলে যায়। ওই ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে র‌্যাপ গান পছন্দ করে। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের। আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়। কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করে সে। 

/এএম/