ভিয়েতনামে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আক্রান্ত লাখখানেক

nonameদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রকোপ। সম্প্রতি দেশটিতে ৯০ হাজার ৬২৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৬ হাজার ৮৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। শুধু গত সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার আক্রান্তের হার বেড়েছে ৪২ শতাংশ। মৃতের সংখ্যাও সাতজন বেড়েছে।

ডেঙ্গুর এমন বিস্তারের জন্য উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি ও দ্রুত নগরায়নকে দায়ী করছে কর্তৃপক্ষ।

আক্রান্তদের একটা বড় অংশ চিকিৎসা নিয়েছেন হ্যানয়-এর ন্যাশনাল হসপিটাল অব ট্রপিক্যাল ডিজিজ-এ। সেখানকার একজন চিকিৎসক ভু মিনহ ডিয়েন বলেন, দৈনিক ৮০০ থেকে এক হাজার মানুষ ডেঙ্গু পরীক্ষা করছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/