পরিচিতদের বর্ণনায় বার্সেলোনায় হামলার সন্দেহভাজন হোতা ইমাম সাত্তি

স্পেনের বার্সেলোনায় হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী হিসেবে মরক্কান বংশোদ্ভূত ইমাম বাকি এস সাত্তির নামটি সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। কে এই সাত্তি? কোথায় থাকতেন তিনি? ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তিনি? পরিচিতরা তাকে চেনেন একজন নিঃসঙ্গ ব্যক্তি হিসেবে। চোরাচালানির জন্য কারাভোগও করেছেন সাত্তি। জেল থেকে বের হয়ে তিনি ইমামতি শুরু করেন।

রিপোলের একটি মসজিদের ইমাম ছিলেন সাত্তি
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মরক্কো ও স্পেনের মধ্যে গাজা চোরাচালানির দায়ে ২০১২ সালে সাত্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে কারাগার থেকে বের হওয়ার পর ২০১৫ সালে রিপোল শহরের একটি মসজিদে ইমামতি শুরু করেন তিনি।

রিপোল শহরের বাসিন্দারা জানান, সাত্তি স্থানীয় শিশুদেরকে আরবি শেখাতেন, নিয়মিত বেলজিয়ামে যাওয়া-আসা করতেন। সাত্তি রিপোলের যে মসজিদের ইমাম ছিলেন সেখানকার সেক্রেটারি হাম্মু মিনহাজ। তার দাবি, মসজিদে নিয়োগ দেওয়ার আগে সাত্তির অতীদের অপরাধের কথা তাদের জানা ছিল না। তিনি বলেন: ‘চার মাস আগে পুলিশ এসে কাগজপত্র পরীক্ষা করে। আমাদের কাছে যথাযথ কাগজপত্র ছিল। এটি ছিল রুটিন চেক এবং সবকিছু ঠিকমতোই ছিল। মসজিদ কর্তৃপক্ষ কেবল তার কুরআনের জ্ঞান দেখেছে। তার অতীত ইতিহাস কিংবা তার জীবন বৃত্তান্ত যাচাই করা হয়নি।’

বেলজিয়ামের মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, সাত্তি প্রায়ই বেলজিয়ামে যেতেন। গত বছর তিনি সেখানে তিন মাস থেকেছেন। একসময় কুখ্যাত জিহাদি এলাকা হিসেবে পরিচিত ভিলভুরদে শহরের মেয়র হানস বন্তেও এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাত্তি বেলজিয়ামের ওই শহরে ছিলেন। ওই মার্চ মাসেই ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলা হয়েছিল। তবে বেলজিয়ামের অভিবাসনমন্ত্রী বলেছেন, সাত্তি নিবন্ধিত ছিলেন না।

হানস বন্তে জানান, সাত্তি ভিলভুরদে শহরের একটি মসজিদে কাজ করতে চেযেছিলেন। তবে সেখানকার কমিউনিটির লোকজন তাতে রাজি হয়নি।

নোরদেনি এলাহজি নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি জানান, তিনি সাত্তির সঙ্গে একই বাড়িতে থাকতেন। সাত্তিকে নিঃসঙ্গ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। নোরদেনি জানান, বেশিরভাগ সময় ল্যাপটপে কাজ করেই সময় কাটাতেন সাত্তি। সব মালামাল তিনি একটি বক্সে ভরে রাখতেন জানিয়ে নোরদেনি আরও বলেন, সম্প্রতি সাত্তি সব জিনিসপত্র গুছিয়ে তার নিজ শহর মরক্কোতে নিয়ে গেছেন।

এলাহজি আরও জানান, ১১ আগস্ট সাত্তি যখন রিপোলে ফেরেন তখন তার সঙ্গে কিছু ছিল না। গত মঙ্গলবার ১৮০ মাইল দূরের আলকানার এলাকায় একটি বাড়িতে সম্ভাব্য বোমা তৈরিরকারখানায় বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেরিপোল ছাড়েন তিনি।

পুলিশের ধারণা সাত্তি এবং তার সহযোগী ইউসেফ আলা আলকানার বিস্ফোরণে মারা গেছে। এখন শুধু ইউনিস আবুইয়াকুব বেঁচে আছে বলে সন্দেহ করা হচ্ছে। ২২ বছর বয়সী মরক্কোর নাগরিকআবু ইয়াকুবই স্পেনের বার্সেলোনায় গাড়ি নিয়ে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও সে পলাতক রয়েছে। তাকে আটক করতে এরইমধ্যে তল্লাশি অভিযান গোটা ইউরোপে বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছে কাতালান কর্তৃপক্ষ।