নতুন সেনা কমান্ডার নিয়োগ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর জন্য দুজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরানভিত্তিক সংবাদমাধ্যস পার্সটুডে এই খবর জানিয়েছে।
noname

পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনীর নতুন সেকেন্ড ইন-কমান্ড হিসেবে মেজর জেনারেল আতাউল্লাহ সালেহিকে নিয়োগ দিয়েছেন। তাকে নিয়োগ দেয়ার বিষয়ে চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি প্রস্তাব করেছিলেন। সর্বোচ্চ নেতা বলেছেন, জেনারেল সালেহির অতীত রেকর্ড এবং মূল্যবান অভিজ্ঞতার আলোকে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে এ পদে ছিলেন মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।

পার্স টুডের খবরে আরও বলা হয়েছে, আবদুর রহিম মুসাভিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে এবং তাকে ইরানি সেনাবাহিনীর কমান্ডার নিয়োগ দেয়া হয়েছে। তার অঙ্গীকার, যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলেও সর্বোচ্চ নেতা জানিয়েছেন।