স্পেনের গ্যাসবাহী ভ্যানকে ঘিরে নেদারল্যান্ডসে বোমাতঙ্ক, বিতর্কিত কনসার্ট বাতিল

স্পেনের বার্সেলোনায় ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে হামলার ঘটনার রেশ না কাটতেই এবার আরেকটি ভ্যান নিয়ে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। এবার নেদারল্যান্ডস এর রটারডামের একটি কনসার্ট এলাকার কাছ থেকে গ্যাস সিলিন্ডারবাহী একটি ভ্যান উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আল্লাহ-লাস নামের বিতর্কিত মার্কিন ব্যান্ড দলের ওই কনসার্টে জঙ্গি হামলা হতে পারে বলে স্পেন পুলিশ আশঙ্কা জানিয়েছিল। সেই সতর্কতা মেনে ডাচ কর্তৃপক্ষ ওই কনসার্ট বাতিলও করেছিল। আর তার কয়েক ঘণ্টা পরই কনসার্ট এলাকার কাছ থেকে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানটি উদ্ধার করা হয়। বার্সেলোনায় হামলার আগেরদিন আলকানার যে বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছিল সেখান থেকেও গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছিল পুলিশ। বার্সেলোনার হামলাকারীদের সঙ্গে এ ঘটনার সংযোগ রয়েছে কিনা তা মাথায় রেখে তদন্ত চলছে।

গ্যাস সিলিন্ডারবাহী একটি ভ্যান উদ্ধার হয়
আল্লাহ-লাস ব্যান্ডটি নিজেদের নামের কারণে বিভিন্ন সময়ে হুমকি পেয়ে থাকে। গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আল্লাহ-লাস ব্যান্ড দলটি জানিয়েছিল, সৃষ্টিকর্তার নাম হওয়ার কারণে আল্লাহ শব্দটি ব্যান্ড দলে ব্যবহার করা নিয়ে মুসলিমরা আপত্তি জানিয়ে নিয়মিত তাদেরকে বার্তা দিয়ে থাকে। ব্যান্ড দলটির দাবি, যিশু ও ম্যারির মাধমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দলের জন্য ধর্মীয় নাম চেয়েছিল আর সেকারণেই এ ধরনের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার আল্লাহ-লাস ব্যান্ডের মাসিলোতে কনসার্ট করার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ার পর শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল হয়ে যায়। আর এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয়, সন্দেহজনক ভ্যানটি।

শহরের মেয়র আহমেদ আবুতালেব সাংবাদিকদের জানান, স্পেনে নিবন্ধনকৃত ওই ভ্যানটির চালককে এরইমধ্যে পুলিশ আটক করেছে। ওই ভ্যান চালকও স্প্যানিশ নাগরিক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কনসার্টে সন্ত্রাসী হামলার হুমকির সঙ্গে এ ভ্যানের কোনও সংযোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। একটি বোমা বিশেষজ্ঞ দল সন্দেহজনক ভ্যানটিকে পরীক্ষা নিরীক্ষা করছে। ঘটনাস্থলটি এরইমধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে। বুলেটপ্রুফ পোশাকধারী পুলিশ সেখানে টহল দিচ্ছে। আবু তালেব বলেন, ‘কনসার্ট হল ঘিরে পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল এবং সেকারণেই তারা গ্যাস বোতলবাহী ভ্যানটি আটক করতে সক্ষম হয়। গ্যাস বোতলবাহী ভ্যানটি সন্ত্রাসী হামলার হুমকির সঙ্গে যুক্ত কিনা তা এখনই প্রতিষ্ঠা করা যাচ্ছে না।’ এতো দ্রুত এ ব্যাপারে মত দেওয়া ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।