২ হাজার কোটি ডলার তহবিল তৈরির পরিকল্পনা সৌদি ও চীনের

 

দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি আরব ও চীন। বৃহস্পতিবার জেদ্দায় সৌদি বাদশাহ সালমান চীনের ভাইস প্রিমিয়ার ঝ্যাং গাউলির সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা করেন। শুক্রবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

977896-1766463570

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ও সৌদি আরবের ভিশন ২০৩০ এবং চীনের বেল্ট এন্ড রোড প্রকল্প সামনে রেখে এই পরিকল্পনা করছে তারা। এতে দুই দেশেরেই সমান অংশীদারিত্ব থাকবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ বলেন, বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

লন্ডন ভিত্তিক সংস্থা ক্যাপিটাল ইকোনোমিকসের অর্থনীতিবিদ জ্যাসন তোবে বলেন, ‘সৌদি ও চীনের এমন সম্পর্কের মূল কারণ হলো তেলের বাজারে চীন এশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। অন্যদেশগুলোতে তেলের চাহিদা কমলেও চীনে এটি বেড়েই চলেছে। তাই সৌদি আরব এই সুযোগ নিতে চাইছে।’