ব্রাসেলসে পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলাকারী গুলিতে নিহত

ব্রাসেলস হামলাবেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের দুই জন সৈনিকের ওপর চাপাতি দিয়ে হামলাকারী এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছে। হামলাকারী গুলিবিদ্ধ হওয়ার আগে ধারালো ছুরি দিয়ে দুই জন্য সৈনিককে জখম করে।

জানা গেছে, ৩০ বছর বয়সী ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিল কিন্তু পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আর হামলাকারীর চাপাতির আঘাতে আহত দুই জন সৈনিকের মধ্যে একজনের মুখে ও অন্যজনের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে।

ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলার স্থান ও পাশের রাস্তাগুলো পুলিশ ঘিরে রেখেছে।

গত বছর বেলজিয়ামের রাজধানীতে এক সন্ত্রাসী হামলার পর থেকে সেখানের বিভিন্ন রাস্তায় সেনাবাহীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ওই হামলায় ৩০ জন নিহত হয়।

ব্রাসেলস হামলাবেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, হামলাকারী সন্ত্রাসী হিসেবে পরিচিত নন। কিন্তু প্রতক্ষদর্শীরা হামলার সময় তাকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুনেছে।

প্রসিউটর অফিস থেকে এ আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়ান ম্যাকডোনাল্ড এক টুইট বার্তায় লিখেছেন, ব্রাসেলসের রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ার পর তিনি গুলির শব্দ শুনেছেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দুইবার গুলির শব্দ এবং সাইরেন বাজতে শুনেছেন।