বার্সেলোনায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার বিরুদ্ধে পদযাত্রা

nonameস্পেনের বার্সেলোনায় ৫ লাখ মানুষের অংশগ্রহণে সহিংসতার বিরুদ্ধে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা সব ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজপথে লাখো জনতা স্লোগান তোলেন, আমরা ভীত নই।

জরুরি বিভাগের কর্মী, পুলিশ, ট্যাক্সি চালকসহ বার্সেলোনার সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় অংশ নেন। নজিরবিহীনভাবে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ-ও এতে শামিল হন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়-সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাদের বিশাল ব্যানারে কালো হরফে লেখা ছিল ‘আমি ভীত নই।’

চলতি বছরের ১৭ আগস্ট বার্সেলোনার লাস রামব্লাস শহরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এই পদযাত্রার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে দেশটির কর্তৃপক্ষ জনগণের ঐক্যের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছে।

বার্সেলোনায় সম্প্রতি আলাদা দুটি সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১২০ জন। তাদের মধ্যে ২২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তদন্তে দেখা গেছে, আরও বড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সূত্র: আল জাজিরা।