আজ রাম রহিমের সাজা: সহিংসতার চেষ্টা করলেই 'গুলি করে হত্যা'

বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের রায় ঘোষণাকে ঘিরে রোহতকে তিন স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করা হলেও জেল চত্বরের নিরাপত্তা হবে আরও নিশ্ছিদ্র। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সেখানে ৫ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহিংসতার চেষ্টা হলে দুর্বৃত্তদের গুলি করে হত্যার হুমকি দিয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে ১৮ কোম্পানি সেনা।



noname

শুক্রবার রায়ের পর হরিয়ানার পাঁচকুলা, সিরসা শহরসহ পুরো রাজ্য ও পাঞ্জাবে সংঘটিত তাণ্ডবের কারণেই রোহতকের জেলেই বিশেষ কারাগার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা প্রশাসন। সিবিআই। জেলের ভেতরে তৈরি করা অস্থায়ী এজলাসে গিয়েই গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় আদালত বসবে। সাজা হিসেবে ৭ বছর থেকে শুরু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতেও পারে আদালত।

হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাজা ঘোষণার পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। এরই মধ্যে পাঁচকুলা ও চণ্ডীগড়কে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। দুর্গ বানিয়ে ফেলা হয়েছে রোহতককেও। শহরজুড়ে ২৮ কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। 

রোহতকের ডেপু্টি পুলিশ কমিশনার জানিয়েছেন ৫ স্তরের নিশ্রিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে রোহতকের কারাগার চত্বর। ডেপুটি কমিশনার অতুল কুমার হুঁশিয়ার করেছেন, সহিংসতা সৃষ্টির চেষ্টা করলেই গুলি করে হত্যা করা হবে  দুর্বৃত্তদেরকে।  হিন্দুস্থান টাইমস-এর খবরে তাকে উদ্ধৃত করে সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে। অতুল কুমার বলেছেন, '১৮ কোম্পানি সেনা প্রস্তুত রাখা হয়েছে। আমাদের অনুরোধে ঘণ্টাখানেকের মধ্যে তারা সহায়তায় এগিয়ে আসবে'।

হরিয়ানা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ২৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সব মোবাইল নেটওয়ার্ক, এসএমএস সার্ভিস, ডঙ্গল সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে ভয়েস কল চালু রাখা যাবে বলা হয়েছে। রাম রহিমের সাজা ঘোষণার সময় থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিরসায় ডেরা সাচা সৌদা প্রাঙ্গণে ব্রডব্যান্ড, ইন্টারনেট লাইন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আম্বালায় ১১৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। পাঁচকুলা, রোহতক, কাইথাল ও আম্বালার সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে।সহকারী মহাপরিচালক (আইন ও শৃঙ্খলা) মোহাম্মদ অকিল জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটায় আদালতের কাজ শুরু হবে।