হেলিকপ্টারে করে রোহতকে বিচারপতি, রাম রহিমের সাজা ঘোষণা একটু পরেই

ধর্ষণের অপরাধে ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং এর বিরুদ্ধে সাজা ঘোষণার জন্য প্রস্তুত রয়েছে রোহতক জেলে স্থাপিত অস্থায়ী আদালত। এরইমধ্যে বিচারপতি জগদীপ সিং একটি সরকারি হেলিকপ্টারে করে রোহতকে পৌঁছেছেন। আইনজীবীরাও জেলে প্রবেশ করেছেন। এরইমধ্যে শুনানি শুরু হয়েছে। বলা যায়, কিছুক্ষণের মধ্যেই রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণা হতে যাচ্ছে।

রাম রহিম ২
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতের স্থানীয় সময় দুপুর পৌনে দুটো নাগাদ জেলে প্রবেশ করেছেন দু’পক্ষের আইনজীবীরা। আড়াইটা বাজার কিছু সময় আগে রোহতকে পৌঁছান বিচারপতি। 

জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলের দিকে যে সমস্ত রাস্তা গিয়েছে, তার সব ক’টাই আটকে দেওয়া হয়েছে। রোহতকের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে এক বার সতর্ক করা হবে, না শুনলেই গুলি করা হবে।

২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে শুক্রবার (২৫ আগস্ট) রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি জগদীপ।