আদালতে রাম রহিমের কান্নার ভান!

ধর্ষণের দায়ের ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে যখন সাজা ঘোষণা করা হচ্ছিল তখন স্বঘোষিত এ ধর্মগুরু কান্নায় ভেঙে পড়েন। সাজা মওকুফের জন্য বিচারপতির কাছে করজোড়ে আবেদন জানান তিনি। পরে তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ঘোষণা করেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারপতি জগদীপ সিং। আদালতে উপস্থিত ছিলেন এমন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন খবরটি জানিয়েছে। তবে আদালতে রাম রহিমের এমন আচরণকে নাটক হিসেবে উল্লেখ করেছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। বলা হয়, আদালত কক্ষে সাজা ঘোষণা প্রক্রিয়া শুরু হতেই তিনি রীতিমতো নাটক শুরু করে দেন বলে খবর পাওয়া গেছে। চেয়ারে না বসে মাটিতে বসে চোখে পানি এনে সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে থাকেন, যাতে সাজার মাত্রা কম হয়।

রাম রহিম
সূত্র জানায়, সোমবার রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণার সময় রোহতক জেলে স্থাপিত অস্থায়ী আদালতে স্বঘোষিত এ ধর্মগুরুসহ ৯ জন উপস্থিত ছিলেন। অনুসারীদের আস্থা ভঙ্গ করার কারণে রাম রহিমকে সর্বোচ্চ সাজা দিতে আদালতের প্রতি অনুরোধ জানান সিবিআই এর আইনজীবী। অন্যদিকে বিবাদী পক্ষ দাবি করে, রাম রহিম একজন সমাজকর্মী এবং জনপ্রিয় ব্যক্তি। তাকে যেন লঘু সাজা দেওয়া হয়।

দুটি ধর্ষণের ঘটনায় আদালতের রায়ে রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ায় বিবাদী পক্ষ তাকে নির্দোষ দাবি করতে পারছিল না। তবে সূত্র জানায়, বিবাদী পক্ষ বার বার উল্লেখ করছিল রাম রহিম অতীতে কোনও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হননি।

এবিপি আনন্দ জানায়, সাজা ঘোষণার পর গুরমিতকে জেলের পোশাক দেওয়া হয়েছে। হয়েছে শারীরিক পরীক্ষাও।